Balurghat | ‘মুখ্যমন্ত্রীর সম্পত্তি বেড়ে যাচ্ছে’, আরএসপির জেলা সমাবেশে সরগরম বালুরঘাট

Balurghat | ‘মুখ্যমন্ত্রীর সম্পত্তি বেড়ে যাচ্ছে’, আরএসপির জেলা সমাবেশে সরগরম বালুরঘাট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


পঙ্কজ মহন্ত,বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে আরএসপির জেলা সমাবেশের দিন আগে থেকেই ধার্য ছিল। যেখানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃষকদের ফসলের ন্যায্য দাম, সারের কালোবাজারি সহ একাধিক অনিয়মের খতিয়ান তুলে ধরতে প্রস্তুত ছিলেন রাজ্য থেকে কেন্দ্রের নেতৃত্ব। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রসঙ্গই সোমবার প্রকাশ্য সমাবেশের মুখ্য বিষয় হয়ে উঠল বালুরঘাটে। যেখানে এদিন বিকেলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড়ে জেলা মিউজিয়ামের সামনের রাস্তা সরগরম হয়ে ওঠে।

সমাবেশের আগে ব্যানার, ফেস্টুন হাতে আরএসপি নেতৃত্ব শহরজুড়ে মিছিল করেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন একাধিক নেতৃত্ব। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন আরএসপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক সুচেতা বিশ্বাস, রাজ্য সম্পাদক তপন হোর, আরএসপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সদস্য। চাকরি বাতিলের প্রতিবাদে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেন বক্তারা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়। এমনকি একাধিক দাবিতে তোপ দাগা হয় কেন্দ্র সরকার তথা বিজেপির বিরুদ্ধেও। এদিন দুপুরের গরম আবহাওয়াকে উপেক্ষা করেও কর্মীদের মিছিল ও সমাবেশে উপস্থিত থাকার ঘটনায় আশার আলো দেখছেন রাজ্য ও কেন্দ্রের নেতৃত্ব।

এদিন সমাবেশের মঞ্চ থেকে আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোর বলেন, ‘চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রী চালাকি করছেন। চাকরিহারারা দিশাহারা হয়ে পড়ছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সম্পত্তি বেড়ে যাচ্ছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা দরকার।’ আরএসপির কেন্দ্র কমিটির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,’ দক্ষিণ দিনাজপুর কৃষি প্রধান জেলা। এখানে বড় মাপের শিল্প তেমন সম্ভব নয়, কৃষি নির্ভর শিল্প তৈরি করতে হবে। এখন অন্নদাতাদের ঘরেই কার্যত অন্ন নেই। অন্যদিকে বিজেপি কর্পোরেট তোষণ করে চলেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *