পঙ্কজ মহন্ত, বালুরঘাট: পরিবেশবান্ধব কলম তৈরি করে তাক লাগালেন বালুরঘাট কলেজের এক পড়ুয়া। পরিবেশকে কীভাবে সুস্থ রাখা যায় তা নিয়ে বিভিন্ন মহলেই কাজ চলে। কিন্তু পরিবেশের কথা মাথায় রেখে আস্ত কলম বানিয়ে ফেললেন বালুরঘাট (Balurghat) কলেজের এক পড়ুয়া। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় সিমেস্টারের ছাত্রী পিয়াসি রায়। সম্পূর্ণ কাগজ দিয়েই এমন একটি কলম তৈরি করেছেন তিনি যা ব্যবহারের পর ফেলে দিলে মাটির সঙ্গে মিশে যাবে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে বিষয়টি প্রচারিত হতেই তাঁর এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষজন।
আগের মতো কলমের রিফিল বদলে নেওয়ার ধৈর্য হারিয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অফিসের কর্মচারীরা। তাই বর্তমানে মূলত ‘ইউজ অ্যান্ড থ্রো’ কলম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে চারদিকে। যে কলমগুলো ব্যবহারের পরেই এদিক – ওদিক ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু সেগুলো পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায় পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে না। বরং অপচনশীল সেই প্লাস্টিক অনবরত ভূমি দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি গভীরভাবে নাড়া দিয়েছে কুমারগঞ্জ ব্লকের দক্ষিণ বাসন্তী গ্রামের পিয়াসিকে। পরিবেশের জন্য কিছু করার মানসিকতা তাঁর আগে থেকেই ছিল। তার সঙ্গে স্বনির্ভর হওয়ার সুপ্ত বাসনা মনের মধ্যে ছিল। ঠিক সেখানেই প্লাস্টিকের কলমের বদলে কাগজের কলম ব্যবহারের কথা তাঁর মাথায় আসে। কীভাবে কাগজের ভেতরেই কালি ভরে তা ব্যবহারের উপযোগী করে তোলা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলতে থাকে তাঁর। অবশেষে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পরিবেশবান্ধব সেই কলম তৈরি করে ফেলেছেন। বিষয়টি তিনি দিশারি সংকল্প সংস্থার সদস্য তথা তাঁর গৃহশিক্ষক সৌরভ ঘোষকে জানান। সংস্থার সম্পাদক তুহিনশুভ্র মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে ৪৫টি কলম কিনে নেন তিনি। ইতিমধ্যেই খুদে পড়ুয়াদের পরিবেশের গুরুত্ব বোঝাতে এই কলম উপহার দেওয়া হয়েছে।
পিয়সির বাবা নেই। মূলত সেলাইয়ের কাজ করেই সংসার চালান মা। তাই পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার ইচ্ছে ছিল পিয়াসির। এই কলম তৈরি করে সেই দিকটিও বজায় থাকবে বলে মত তাঁর। পিয়াসি জানান, ‘পরিবেশ দূষণ ক্রমশ বেড়েই চলেছে। সম্পূর্ণরূপে তা দূর করতে না পারলেও ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে দূষণ কিছুটা
রোধ করা সম্ভব। এই কলম তৈরি করে সেই উদ্দেশ্যের পাশাপাশি স্বনির্ভরতারও দিশা খুঁজে পেয়েছি।’
পরিবেশকর্মী তুহিনশুভ্র মণ্ডল জানান, ‘পিয়াসির পরিবেশবান্ধব ভাবনা ও পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প সত্যিই প্রশংসনীয়। আমরা ওর সঙ্গে আছি। সমাজমাধ্যমে বিষয়টি দেওয়ার পরে ইতিমধ্যেই এই পরিবেশবান্ধব কলম সংগ্রহ করতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন। পিয়াসি স্বনির্ভর হোক। সেই সঙ্গে পরিবেশ সচেতনতাও বাড়ুক।’