বালুরঘাট: নিজের ক্লাবের পুজো নিজেই উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।শনিবার রাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট নিউ টাউন ক্লাবের পুজো উদ্বোধন করেন ক্লাবের সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগারের এবারের পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’। এবছর এই ক্লাবের পুজো ৭৩ তম বর্ষে পদার্পন করল। অপারেশন সিঁদুর থিমের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানো হয়েছে বলে জানান সাংসদ। সুকান্ত মজুমদারের পাশাপাশি এদিনের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বিশ্বরুপানন্দজী মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রদীপ প্রজ্বলন করে ও ফিতে কেটে পুজোর সূচনা করা হয়। থ্রিডি লেজার লাইটের শো দেখতে এদিন বিকেল থেকেই বালুরঘাট নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগারের পুজো মন্ডপের সামনে ব্যাপক ভিড় ছিল।