Balurghat | কলেজের ইউনিয়ন রুমে মদ্যপান! কসবাকাণ্ডের আবহে পুরোনো ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে টিএমসিপি

Balurghat | কলেজের ইউনিয়ন রুমে মদ্যপান! কসবাকাণ্ডের আবহে পুরোনো ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে টিএমসিপি

শিক্ষা
Spread the love


সুবীর মহন্ত, বালুরঘাট: কলেজের ইউনিয়ন রুমে দেদার চলছে মদ্যপানের আসর। কসবাকাণ্ডের পর বালুরঘাট (Balurghat) কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের এহেন মদ্যপানের তিন বছর পুরোনো ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও এই ভিডিওর সত্যতা উত্তরবঙ্গ সংবাদ যাচাই করেনি)। ছাত্রছাত্রীদের এক সঙ্গে মদ্যপানের ভাইরাল ভিডিওটি রাজ্য বিজেপির ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে। আর এতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ  দাবি করেছেন, ওই ভিডিও ভাইরাল করে তাদের সংগঠনের বদনাম করার চেষ্টা চলছে। তবে বিরোধী বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী জানান, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিটাই এরকম। তারা শিক্ষাঙ্গনের পরিবেশকে বিষিয়ে দিয়েছে। কখনও ছাত্রীদের ধর্ষণ-শ্লীলতাহানি করা হচ্ছে, আবার কখনও কলেজের ইউনিয়নরুমে মদ্যপানের আসর বসানো হচ্ছে। এআইডিএসওর জেলা কনভেনর তরিৎ বসাকও ঘটনার তীব্র নিন্দা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *