Balurghat | কর্তৃপক্ষের আশ্বাসের পরও মেলেনি বেতন! ধর্নায় বসলেন বালুরঘাট সুপারস্পেশালিটির অস্থায়ী কর্মীরা  

Balurghat | কর্তৃপক্ষের আশ্বাসের পরও মেলেনি বেতন! ধর্নায় বসলেন বালুরঘাট সুপারস্পেশালিটির অস্থায়ী কর্মীরা  

ব্লগ/BLOG
Spread the love


বালুরঘাট: বোনাস তো দূর, এখনও পর্যন্ত পাননি বেতন। গত ২১ সেপ্টেম্বর এনিয়ে পথে নামলেও কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন তুলে নিতে বাধ্য হয়েছিলেন বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা (Balurghat)। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত ওই বেতন (Wage)  না ঢোকায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন তাঁরা।

এদিন শতাধিক চুক্তিভিত্তিক কর্মী বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের মূল গেটের সামনে ধর্নায় বসেন। বিকেল গড়িয়ে রাত হলেও জারি রয়েছে সেই ধর্না। এজেন্সির মাধ্যমে নিযুক্ত ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সিকিউরিটি গার্ড সহ অন্যান্য শতাধিক অস্থায়ী কর্মীরা আচমকা বিক্ষোভে নেমে পড়ায় এদিন হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। বেতনের মেসেজ না ঢোকা পর্যন্ত অবস্থান থেকে সরবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার দাবি করলেও মানবিকতার খাতিরে রোগীদের পরিষেবা দিতে একজন করে ডিউটি করবেন বলে জানিয়েছেন তাঁরা।

এপ্রসঙ্গে এক আন্দোলনকারী অস্থায়ী কর্মী অর্চনা সাহা চক্রবর্তী বলেন, ‘বিগত কয়েক মাস ধরে বেতন দেরি করে দেওয়া হচ্ছে। এটা পুজোর মাস অথচ ২৪ তারিখ হয়ে গেলেও এখনও বেতন পাইনি। আর আগে ২৪ ঘণ্টার মধ্যে বেতন দেওয়া হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল। কিন্তু ওই দাবি পূরণ হয়নি। তাই এবারে বেতন না ঢোকা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

তবে বেসরকারি সংস্থার ফেসিলিটি ম্যানেজার ধ্রুবরঞ্জন চৌধুরী বলেন, ‘যে সমস্যা হয়েছিল তার অনেকটাই মিটে গিয়েছে। আজকের মধ্যেই হাসপাতালে অস্থায়ী কর্মীরা বেতন পাবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *