Balurghat | একই জায়গায় দুই দলের কর্মসূচি, বিবাদে জড়াল সিপিআইএম-তৃণমূল

Balurghat | একই জায়গায় দুই দলের কর্মসূচি, বিবাদে জড়াল সিপিআইএম-তৃণমূল

শিক্ষা
Spread the love


বালুরঘাট: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে যোগ্যদের চাকরিতে বহাল করা ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শনিবার সন্ধ্যায় বালুরঘাট বাসস্ট্যান্ডে পথসভা করছিল সিপিআইএম। অন্যদিকে সেই একই জায়গায় জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়জন করে বালুঘাট টাউন তৃণমূল কংগ্রেস।আর একই জায়গায় এই দুই দলের কর্মসূচিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে৷ অবশেষে ১০০ মিটারের মধ্যেই পুলিশি পাহারায় দুই দল পথসভা করে। কিন্তু এইসময় দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয় বলেও জানা গিয়েছে। সিপিআইএমের মাইকের তার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই সময় ফের মাইকের তার জোড়া দিয়ে বক্তব্য শুরু করে সিপিআইএম। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর কেন সভা চলছে তা নিয়ে পালটা সরব হয় তৃণমূল।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ এরপর পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। তৃণমূলের তরফে দাবি করা হয়, মিছিল চলাকালীন তাঁদের মহিলা কর্মীদের শ্লীলতাহানি করে সিপিআইএম। অন্যদিকে সিপিআইএমের অভিযোগ, উদ্দেশ্য প্রনোদিত ভাবে পথসভা বাতিল করার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। তার জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *