বালুরঘাট: বৃদ্ধার সরকারি আবাস যোজনার (Awas Yojana) ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন শিবানী মাহাতো নামে ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট (Balurghat) ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের পিরিজপুর গ্রামে। লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে জেলা পুলিশ প্রশাসন।
জানা গিয়েছে, পিরিজপুর গ্রামের বাসিন্দা শিবানী মাহাতো সম্প্রতি আবাসের টাকা পেয়েছেন। এরপর বাড়ি তৈরি শুরু করেছেন। পিলার অবদি সবে তৈরি হয়েছে ঘরের দেওয়াল। কিন্তু ওই মহিলার ঘর ভেঙে দেয় প্রতিবেশীরা। এমনকি প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এনিয়ে গত মাসেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শিবানীদেবী। পরবর্তীতে এসডিও অফিসেও লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তাতেও কোন সুরাহা না মেলায় অবশেষে এদিন বালুরঘাটে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন তিনি। জেলা পুলিশ সুপারকে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ওই মহিলা।