বালুরঘাট: রবিবার দুপুরে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় আত্রেয়ী নদী থেকে উদ্ধার হল এক শিশুর পচাগলা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথম শিশুটির দেহ দেখতে পান। দেহটির একাধিক জায়গায় ক্ষত ছিল। স্থানীয়দের প্রাথমিক অনুমান, শিশুটির মৃত্যু দু একদিন আগে হয়েছে। যার কারণে শরীরে পচন ধরেছে ও পোকা মাকড়ে দেহাংশ খেয়ে ফেলেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ভিড় করে। খবর দেওয়া হয় পুলিশকে। শিশুর মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি তাত নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।