উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার দুই গ্রাহক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এক এটিএমে। পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অরূপজ্যোতি প্রধান নামে প্রতারিত এক গ্রাহকের অভিযোগ, শুক্রবার রাতে তিনি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন। এটিএমে কার্ড ঢোকানোর পর পিন দেন তিনি। কিন্তু মেশিন থেকে টাকা বের হয়নি। উলটে কার্ড আটকে যায়।
অনেক চেষ্টা করেও মেশিন থেকে কার্ড বের করা সম্ভব হয়নি। কী করবেন বুঝতে না পেরে, এটিএম কাউন্টারের মধ্যে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন তিনি। ফোনে পাওয়া নির্দেশ অনুযায়ী নানা অপশনে ক্লিক করেন অরূপজ্যোতি। তাঁর অভিযোগ, পিন নম্বর দিয়ে ‘ক্যানসেল’ বোতাম টিপতেই তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে নেওয়া হয়েছে।
একইভাবে প্রতারণার শিকার হয়েছেন বলাই সর্দার নামে আরেক ব্যক্তি। গতকাল রাতে তিনিও ওই এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু মেশিনে কার্ড আটকে যাওয়ায় টাকা না তুলে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরেই দেখেন, অ্যাকাউন্ট থেকে উধাও টাকা। প্রতারিতরা সার্ভে থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এটিএমে কোনও নিরাপত্তারক্ষী নেই। তবে এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।