উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজ়ায় ইজরায়েলের সেনার (Israeli military) ওপরে হামলা (Assault) চালাল হামাস। খান ইউনিসের সামরিক শিবিরে হামলাটি হয় বলে দাবি করেছে ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স। হামলায় এখনও পর্যন্ত তিনজন ইজ়রায়েলি সেনা জখম হয়েছেন। পালটা আইডিএফের (IDF) হামলায় মৃত্যু হয়েছে ১০ জন হামাস জঙ্গির (Hamas)।
ইজ়রায়েলের সামরিক শিবিরে টহল দিচ্ছিলেন নাহশোন ব্যাটালিয়নের জওয়ানরা। ওই সময় আচমকা সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইজ়রায়েলের সেনা শিবিরে হামলা চালায় ১৮ জন হামাস জঙ্গি। তাদের কাছে মেশিনগান এবং আরপিজি অস্ত্র ছিল। পালটা হামলা চালায় ইজ়রায়েলের ওই জওয়ানরা। একঘণ্টার মধ্যে ১০ জন হামাস জঙ্গিকে খতম করতে সক্ষম হয় তাঁরা। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইজ়রায়েলের সেনাদের অপহরণের উদেশ্যে হামলা চালিয়েছিল হামাস। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘সুড়ঙ্গ থেকে বেরিয়ে আমাদের সেনা শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস। কয়েকজন শিবিরের মধ্যে ঢুকে পড়ে। তবে কীভাবে এমন ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।’
হামলার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে আইডিএফ। এদিকে হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম। তাদের দাবি, সেনার ট্যাঙ্ক নিশানা করে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। তাদের যোদ্ধারা ইজ়রায়েলের ঘরে ঢুকে সেদেশের সেনাদের হত্যা করে এসেছে।
পালটা বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে কোনও ইজ়রায়েলি সেনার মৃত্যু হয়নি ।