উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত বারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে ফাইনালে উড়িয়ে দিয়ে হকিতে এশিয়া সেরা হল ভারত। রবিবার রাজগীর স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ভারত। ভারতের হয়ে জোড়া গোল করে ফাইনালের নায়ক দিলপ্রীত সিং। অপর দু’টি গোল করেন সুখজিৎ সিং এবং অমিত রোহিদাস। এই নিয়ে চার বার এশিয়া কাপ জিতল ভারত। এদিনের জয়ের ফলে পরের বছর হকি বিশ্বকাপের টিকিটও আদায় করে নিল ভারত।
সেমিফাইনালে চিনকে ৭ গোলে হারিয়ে ফাইনালে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল ভারতের। সেই আত্মবিশ্বাসের উপর ভর করে ফাইনালেও বড় ব্যবধানে জয় হাসিল করলেন হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরুতেই বিপক্ষের জালে বল জড়িয়ে কামাল করেন সুখজিৎ। শুরুর ৩১ সেকেন্ডের মধ্যেই ১-০ গোলে এগিয়ে যায় ভারত। খেলার ৯ মিনিটের মাথায় একটি পেনাল্টি স্ট্রোক পায় ভারত। কিন্তু গোল করতে ব্যর্থ হন যুগরাজ সিং।
তৃতীয় কোয়ার্টারের পাঁচ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ায় ভারত। তৃতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের পাসে দিলপ্রীত গোল করেন। চতুর্থ কোয়ার্টারেও ভারতের আক্রমণ বজায় থাকে। পাঁচ মিনিটের মধ্যে চতুর্থ গোল করেন অমিত রোহিদাস। পরের মিনিটে একটি গোল শোধ করে কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করেন সন দাইন। ভারতের রক্ষণ এতটাই মজবুত ছিল যে তা ভেঙে ফিল্ড গোলও করতে পারেনি।
পরের বছর হকি বিশ্বকাপের টিকিটও আদায় করে নিল ভারত। তারা বিশ্বের চতুর্থ দল যারা প্রতিটি হকি বিশ্বকাপে খেলেছে। বাকি তিনটি দল হল জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেন।