Asia Cup | হকি এশিয়া কাপের ফাইনালে ভারত, ৭-০ গোলে ধুলিস্যাৎ চিন

Asia Cup | হকি এশিয়া কাপের ফাইনালে ভারত, ৭-০ গোলে ধুলিস্যাৎ চিন

শিক্ষা
Spread the love


তউত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালের হকি এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারত শক্তিশালী চিনের বিরুদ্ধে ৭-০ গোলে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। এই অসাধারণ জয়ের ফলে ভারত পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াও ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিয়েছে।

এদিন প্রথমার্ধ থেকেই ভারতীয় দল তাদের আক্রমণের ধারা বজায় রাখে। শীলানন্দ লাকড়া, দিলপ্রীত সিং এবং মনদীপ সিংয়ের গোলে ভারত প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স আরও আক্রমণাত্মক হয়। রাজকুমার পাল এবং সুখজিৎ সিং একটি করে গোল করেন, এবং দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক নাইন দুটি গোল করে দলের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম, কারণ ফাইনালে জয়ী দল সরাসরি ২০২৬ সালের হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *