আসানসোল: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। শনিবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে বেলদায়। জানা গিয়েছে, এদিন একটি বিলাসবহুল গাড়িতে আসানসোলের চার ব্যক্তি যাচ্ছিলেন দিঘার উদ্দেশ্যে। যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে খড়গপুরের কাছে বেলদায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাকের পিছনে। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা চারজনই।
এই ভয়াবহ দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে এসে উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে খড়গপুর থানার পুলিশ। গাড়িতে আটকে থাকা দেহগুলি উদ্ধার করে খড়গপুর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন কার্তিক লাহিড়ী, হিমাদ্রি শেখর পাত্র, বিশ্বজিৎ মণ্ডল এবং অতনু গুহ। মৃতরা প্রত্যেকেই আসানসোলের করুণাময়ী হাউজিং সোসাইটির বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার খবরে মৃত চারজনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।