আসানসোল: আসানসোলে (Asansol) ১৯ নম্বর জাতীয় সড়কে ধস (Landslide)। রবিবার ভোরে আসানসোলের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝের একটি অংশ ধসে যায়। ফলে রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের মাঝের অংশ হঠাৎই ধসে আনুমানিক ১৫ থেকে ২০ ফুটের মতো গভীর গর্তের সৃষ্টি হয়। এরপরই খবর দেওয়া হয় আসানসোল ট্রাফিক গার্ড পুলিশে। তারপর পুলিশের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছে।
এই ধরনের ঘটনা রাতের অন্ধকারে হলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। আপাতত ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ট্রাফিক গার্ড পুলিশকে মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। রাস্তার ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।