উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুদানে ভেঙে পড়ল সামরিক বিমান। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৬ জনের। এদিন বিমানটি অবতরণের সময় সুদানের রাজধানী খার্তুমের ওমদুরমানে বিওমানবন্দরের কাছাকাছি এলাকায় ভেঙে পড়ে বলে খবর। প্রযুক্তিগত কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা বলে খবর।
জানা গিয়েছে, সুদানের রাজধানী খার্তুমের ওমদুরমানে বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে সামরিক বিমানটি। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি অবতরণের সময় আগুন লেগে যায়। উপর থেকে সেটি আছড়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ৪৬ জনের। এই তালিকায় রয়েছে বেশ কয়েকজন সেনা আধিকারিক, বেশ কয়েকজন মহিলা এবং শিশু। যদিও দুর্ঘটনার কারণ ও মৃত্যুর সংখ্যা নিয়ে মুখ খোলেনি সুদান সরকার।
উল্লেখ্য, কিছুদিন আগে সুদানের ইউনিটি প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বিমান। ওড়ার পরেই স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে ভেঙে পড়ে বিমানটি। দক্ষিণ সুদান সরকারের তরফে জানানো হয়, দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলটও মারা গিয়েছেন। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিমান দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৪৬ জনের।