AR Rahman | আচমকাই অসুস্থ অস্কারজয়ী সুরকার এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে

AR Rahman | আচমকাই অসুস্থ অস্কারজয়ী সুরকার এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অস্কারজয়ী সুরকার এআর রহমান (AR Rahman)। বুকে ব্যথা (Chest ache) নিয়ে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেন্নাইয়ের গ্রিমস রোডের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৫৮ বছর বয়সি সুরকারকে।

সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এআর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ইতিমধ্যেই ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে হাসপাতালের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রয়োজনে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এআর রহমানের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। এদিকে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রহমানের স্ত্রী সায়রা বানুকে। তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে খবর সূত্রের।

প্রসঙ্গত, গত বছরের শেষে হঠাৎ বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। তবে কী কারণে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে তাঁরা ইতি টেনেছেন তা স্পষ্ট নয়। মাঝে সহশিল্পী মোহিনীর সঙ্গে রহমানের পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেই গুঞ্জন পরবর্তীতে উড়িয়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *