Apollo Tyres | ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর অ্যাপোলো টায়ার্স, ম্যাচ পিছু কত টাকা পাবে বিসিসিআই?

Apollo Tyres | ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর অ্যাপোলো টায়ার্স, ম্যাচ পিছু কত টাকা পাবে বিসিসিআই?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রিকেটারদের জার্সির প্রধান স্পনসর হিসাবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হল অ্যাপোলো টায়ার্স (Apollo Tyres)। জানা গিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এই সংস্থা ভারতীয় ক্রিকেট দলের স্পনসরের দায়িত্ব সামলাবে। এর আগে ভারতীয় দলের স্পনসর ছিল ড্রিম ১১। কিন্তু সম্প্রতি অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইনের কারণে তাদের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি বাতিল হয়।

নতুন চুক্তি অনুযায়ী, অ্যাপোলো টায়ার্স প্রতি ম্যাচের জন্য বিসিসিআইকে ৪.৫ কোটি টাকা দেবে, যা ড্রিম ১১-এর ৪ কোটি টাকার আগের চুক্তির থেকে বেশি। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে এটি একটি অন্যতম লাভজনক স্পনসরশিপ চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ভারতীয় দলের স্পনসর ছিল ড্রিম ১১। কিন্তু ভারত সরকারের নতুন “প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট” (Promotion and Regulation of On-line Gaming Act)-এর অধীনে অনলাইন বেটিং-সম্পর্কিত অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর ফলে ড্রিম ১১ তাদের চুক্তি বাতিল করে দেয়। এই ঘটনার পর, ভারতীয় পুরুষ দল চলতি এশিয়া কাপে এবং মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে কোনও স্পনসর ছাড়াই খেলছে। প্রসঙ্গত, অ্যাপোলো টায়ার্সের এই নতুন চুক্তি ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *