চালসা: মার্চ থেকেই শুটিং শুরুর কথা ছিল। সেইমতো ‘আশিকি থ্রি’র (Aashiqui 3) শুটিংয়ে ডুয়ার্সে এলেন প্রখ্যাত পরিচালক অনুরাগ বসু (Anurag Basu)। রবিবার সন্ধ্যায় চালসার (Chalsa) একটি বিলাসবহুল হোটেলে অনুরাগ বসুকে সংবর্ধনা জানান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান।
জানা গিয়েছে, এই সিনেমার শুটিংয়ের জন্য অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) সহ আরও অভিনেতা, অভিনেত্রীরাও ডুয়ার্সে আসবেন। ডুয়ার্সে (Dooars) শুটিং হলে এখানকার আর্থিক উন্নয়ন হবে। এর জন্য আরও বেশি করে সেখানে শুটিংয়ের জন্য আহ্বান জানান হোসেন হাবিবুল হাসান।
এর আগে বলিউড সিনেমা ‘বরফি’র জন্য ফ্লিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ডিরেক্টরের সম্মান পান অনুরাগ বসু। তার আগে ‘লাইফ ইন এ মেট্রো’ সিনেমাটির জন্য ফিল্মফেয়ারে সেরা স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড পান অনুরাগ। জানা গিয়েছে, ২০২২ সালে ‘আশিকি থ্রি’ ছবির পরিকল্পনা হয়েছিল। তবে নানা কারণে সিনেমার কাজ থমকে ছিল। এবার শুরু হবে শুটিং। ১৯৯০ সালে ‘আশিকি’ ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল রায় এবং অনু আগরওয়াল।