Alipurduar College | আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়কে ইউজিসির শোকজ নিয়ে বিভ্রান্তি

Alipurduar College | আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়কে ইউজিসির শোকজ নিয়ে বিভ্রান্তি

শিক্ষা
Spread the love


ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার: অ্যান্টি র‍্যাগিং কমিটি গঠনে নিয়ম মানেনি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় (Alipurduar College)। এর জন্য বিশ্ববিদ্যালয়কে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি) (UGC) শোকজ করেছে। বুধবার রাতেই ইউজিসির এমন শোকজ নোটিশ ঘিরে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ইউজিসি ভুল করে নোটিশে তাদের নাম রেখেছে। ইউজিসির গাইডলাইন মেনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যান্টি র‍্যাগিংয়ের যাবতীয় কাজ অনলাইনে করে রেখেছে। তবে দেশের ৮৯টি বিশ্ববিদ্যালয় শোকজের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে আলিপুরদুয়ারের নাম থাকা নিয়েই উত্তরবঙ্গের শিক্ষাজগতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

যদিও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎকুমার চৌধুরী জানিয়েছেন, গতকাল রাতেই বিষয়টি তাঁদের নজরে এসেছে। ইউজিসি ভুল করে তাঁদের নাম প্রকাশ করেছে বলে দাবি তাঁর। তাঁর বক্তব্য, ‘আমরা ইতিমধ্যেই ডকুমেন্টস সহ সব পোর্টালে আপলোড করেছি।’

ইউজিসি দেশের ৮৯টি বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠিয়েছে। তালিকায় ৭০ নম্বরে নাম রয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের। বুধবার রাতে ওই শোকজ নোটিশ পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, ছাত্রছাত্রীদের সম্মতি ছাড়াই অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরি করেছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় সহ ওই প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি, নিয়ম অনুযায়ী ইউজিসি-কে কোনও মতামত জমা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি সূত্রে জানা গিয়েছে, একাধিকবার নির্দেশিকা পাঠানো হলেও বিশ্ববিদ্যালয়গুলি সেই নির্দেশ মানেনি। এমনকি বাধ্যতামূলক নিয়ম থাকা সত্ত্বেও, অ্যান্টি র‍্যাগিং কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সম্মতিও জমা নেয়নি কর্তৃপক্ষ।

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নিয়ম মতোই তারা কাজ করেছে। এমনকি ছাত্রছাত্রীরা ভর্তির সময় অ্যান্টি র‍্যাগিং অপশনে ক্লিক করে সম্মতিও দিয়েছেন। সেই মুচলেকা সহ যাবতীয় ডকুমেন্টস ইতিমধ্যেই ইউজিসি-কে পাঠানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *