Alipurduar | সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রেমিকাকে খুন! দলসিংপাড়ায় উদ্ধার তরুণীর দেহ, প্রতিবাদে অবরোধ

Alipurduar | সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রেমিকাকে খুন! দলসিংপাড়ায় উদ্ধার তরুণীর দেহ, প্রতিবাদে অবরোধ

ব্লগ/BLOG
Spread the love


জয়গাঁ : তরুণীকে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলার বন্ধ দলসিংপাড়া চা বাগানের ঘটনা। দোষীর শাস্তির দাবিতে বুধবার এশিয়ান হাইওয়ে-৪৮ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মালঙ্গি এলাকায়। এর ১০ কিলোমিটার দূরত্বে থাকা দলসিংপাড়ায় এমন ঘটনায় শোরগোল পড়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দলসিংপাড়া বাগানের ওই তরুণীর সঙ্গে এলাকার এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মঙ্গলবার সকালে প্রেমিক ডাকায় তরুণী বাড়ি থেকে বের হন। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর কোনও হদিস না পেয়ে জয়গাঁ থানার দ্বারস্থ হন পরিবারের লোকেরা। পুলিশ তরুণকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে চা বাগানের ঝোপ থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করেছে প্রেমিক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *