পলাশবাড়ি: রাস্তার ধারের দোকান ভাঙা না পড়ায় আটকে রয়েছে পলাশবাড়ি মহাসড়কের কাজ। সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ থেকে ব্যবসায়ীদের ৩১ অগাস্টের মধ্যে সব দোকান ভাঙার সময়সীমা দেওয়া হয়। সেইমতন রবিবার সকাল থেকেই পলাশবাড়ি (Alipurduar) বাসস্ট্যান্ডের প্রায় ৫০টি দোকান ভাঙা শুরু হয়। পূজার আগে এমন অবস্থা দেখে হতাশ স্থানীয়রা। কয়েকমাস আগে জেলা পরিষদ থেকে ব্যবসায়ীদের নতুন করে দোকান তৈরির জন্যে প্লট দেওয়া হয়। তবে এখনও হাইড্রেন, রাস্তা, বিদ্যুৎব্যবস্থা সহ কোনও পরিকাঠামো গড়ে ওঠেনি। একজন ব্যবসায়ী সুভাষ রক্ষিত জানান, নতুন জায়গায় এখনও পরিকাঠামো গড়ে ওঠেনি। তাই এই মুহূর্তে বাড়িতেই বসে থাকতে হবে। তবে জায়গা পরিস্কার হলে মহাসড়কের কাজ দ্রুতগতিতে এগোবে বলে জাতীয়সড়ক(Alipurduar) কর্তৃপক্ষ জানিয়েছে।