আলিপুরদুয়ার: একদিনের বৃষ্টিতে বেহাল হয়ে পড়ল মহাসড়ক। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের (Alipurduar) সলসলাবাড়ি থেকে ফালাকাটা (Falakata) নির্মীয়মাণ রাস্তা বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে রয়েছে। ব্লকের সোনাপুর এলাকায় এক অস্থায়ী ডাইভারশনে প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
আলিপুরদুয়ার-১ এর সোনাপুর এলাকায় আলিপুরদুয়ার-ফালাকাটা জাতীয় সড়কের উপর সেতুর কাজ চলছে। ফলে পাশে একটি অস্থায়ী ডাইভারশন করা হয়েছে। সেখানে জল জমে সমস্যা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। আটকে যাচ্ছে গাড়ি। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে বিষয়টি জানানোর পরও এখনও সমাধানসূত্রে মেলেনি।
এবিষয়ে আলিপুরদুয়ার-১ এর বিডিও (BDO) জয়ন্ত রায় বলেন, ‘যেহেতু মহাসড়কের কাজ চলছে, সেজন্যই ওই সমস্যাগুলো হচ্ছে। সাধারণ মানুষের যেন সমস্যা না হয় এবং রাস্তা যেন বন্ধ না হয় সেটা দেখতে বলা হয়েছে ঠিকাদারি সংস্থাকে।’