আলিপুরঃ আলিপুরদুয়ার(Alipurduar) দুই ব্লকের তৃণমূলের নতুন সভাপতি হিসাবে জ্যোতি দাস অধিকারীর নাম আগেই ঘোষণা হয়েছে। এছাড়া এই দিন আলিপুরদুয়ার(Alipurduar) জেলার প্রায় সমস্ত অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেছে তৃণমূল।
পাশাপাশি পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা হলো। ব্লক কমিটিতে মোট ৫২ জন স্থান পেয়েছে। ব্লক সভাপতি ছাড়া ভাইস প্রেসিডেন্ট ১৮ জন জেনারেল সেক্রেটারি ৬ জন সেক্রেটারি ১৩ জন এবং এক্সিকিউটিভ মেম্বার ১৪ জন।