উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে বিপত্তি। কোচি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে প্রযুক্তিগত সমস্যা। নিয়ম মেনে বিমানটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। বিমানে ছিলেন, কেরল থেকে যাত্রা করা কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি মাদার।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রবিবার কোচি (Kochi) থেকে দিল্লিগামী (Delhi) এআই ৫০৪ বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ওড়ার আগে পাইলটরা সমস্যাটি বুঝতে পারেন। নিয়মমতো বিমানটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। বিমানটি ছিল এয়ারবাস এ৩২১ মডেলের। বিমান সংস্থা জানায়, নতুন বিমানের ব্যবস্থা করা হয়েছে। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের (CIAL) মুখপাত্র জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে টেক অফ বন্ধ করা হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।
ঘটনার পরই কংগ্রেস সাংসদ হিবি ইডেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিমানে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। এআই ৫০৪ বাতিল হয়েছে। নতুন বিমানের কথা ঘোষণা করা হয়েছে।
One thing uncommon with this flight ✈️ AI 504, it simply felt just like the flight skid on the runway and hasn’t taken off but. Air India cancelled AI 504 and introduced a brand new flight at 1 am which hasn’t nonetheless began boarding, at this time is the third flight which has been AOG
— Hibi Eden (@HibiEden) August 17, 2025
রাজ্যসভার সাংসদ জেবি মাদার একটি পোস্টে জানিয়েছেন, যাত্রীদের অন্য বিমানে নিয়ে যাওয়া হবে, প্রায় রাত ১টার দিকে। এদিন ঘটনার জেরে বিমানযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে যাত্রীদের সমস্যার জন্য বিমান সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।