Ahmedabad Aircraft Crash | বিমানে ২৪১, মাটিতে ৩৪! প্রকাশ্যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের পরিসংখ্যান

Ahmedabad Aircraft Crash | বিমানে ২৪১, মাটিতে ৩৪! প্রকাশ্যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের পরিসংখ্যান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Aircraft Crash) মৃত্যু হয়েছে ২৭৫ জনের। তার মধ্যে নিহত বিমানের যাত্রী সংখ্যা ২৪১ এবং লোকালয়ে বিমানটি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। এমনটাই জানিয়েছে গুজরাটের (Gujarat) স্বাস্থ্য বিভাগ। এই প্রথম সরকারি পরিসংখ্যান দিয়ে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা জানানো হল।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এখনও পর্যন্ত ২৬০টি মৃতদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ১২০ জন পুরুষ, ১২৪ জন মহিলা এবং ১৬ জন শিশু ছিল। এখনও পর্যন্ত ২৫৬ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মৃতদেহের ডিএনএ শনাক্তকরণ এখনও চলছে।

গত ১২ জুন মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয় এই ঘটনায়। বিমানটি লোকালয়ে ভেঙে পড়ায় সেখানেও প্রাণ হারান অনেকে। এরপর গত ১৩ জুন ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়। মূলত বিমানের উড়ানের পর থেকে যাবতীয় তথ্য রেকর্ড করে ব্ল্যাক বক্স নামক ডিভাইসটি। ককপিটে পাইলটের কথোপকথনও রেকর্ড থাকে এটিতে। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স। প্রথম ব্ল্যাক বক্স উদ্ধারের কিছুদিন পর দ্বিতীয়টি উদ্ধার হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *