Achiyot Potdar | জীবনদীপ নিভে গেল অভিনেতা অচ্যুত পোতদারের ! হিন্দির পাশাপাশি মারাঠি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি

Achiyot Potdar | জীবনদীপ নিভে গেল অভিনেতা অচ্যুত পোতদারের ! হিন্দির পাশাপাশি মারাঠি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে (Bollywood) শোকের ছায়া। সোমবার রাতে প্রয়াত হলেন অভিনেতা অচ্যুত পোতদার (Achiyot Potdar)। থ্রি ইডিয়টস সিনেমায় (Three Idiots film) তাঁর আমির খানের উদ্দেশ্যে বলা সংলাপ ‘কহেনা ক্যায়া চাহতে হো?’ এখনও জনপ্রিয়।

বলিউড সুত্রে খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ১৮ অগাস্ট থানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই প্রবীণ অভিনেতা। তবে এখনও তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ১৯ অগাস্ট থানেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

অচ্যুত বলিউডের অনেক ছবিতে অভিনয় করেছিলেন। যদিও প্রথম জীবন থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। অভিনয়জগতে আসার আগে বেশ কয়েকবছর ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। এরপর ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও কাজ করেছিলেন।

১৯৮০ সালের শেষ দিকে প্রথম অভিনয় জগতে পা রাখেন অচ্যুত। প্রায় ১২৫টি ছবিতে অভিনয় করেছেন তিনি। হিন্দির পাশাপাশি বেশ কিছু মারাঠি ছবিতে (Marathi Film) অভিনয় করেছেন তিনি।

তবে রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস তাঁর অভিনয় জীবনের অন্যতম একটি ছবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *