সামসী: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পড়ুয়ার। আহত আরও ৩ জন। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি (Accident) ঘটেছে চাঁচল-২ (Chanchal) ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের এনায়েতনগর প্রাথমিক বিদ্যালয় লাগোয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম হোসাইন আজম (১৬)। আহত তিনজন মুখলেশ (১৫) কালু (১৪) ও বিকি (১২) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনায়েতনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ মিটার দূরে রাস্তার উপর দাঁড়িয়েছিল একটি ডাম্পার। সেইসময় ওই চারজন কিশোর একটি বাইকে শুক্রবাড়ি আবুল কাশেম হাই মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। তারা নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ডাম্পারটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ওই চারজন মাটিতে ছিটকে পড়ে। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আজমকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই মালতীপুর গ্রামীণ হাসপাতাল থেকে মালদা রেফার করা হয়েছে।
শুক্রবাড়ি আবুল কাশেম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ‘চারজনের মধ্যে তিনজন আমাদের ছাত্র। ওরা পরীক্ষা দিয়ে এক বন্ধুর বাইকে বাড়ি যাচ্ছিল। কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর শুনতে পাই। দুর্ভাগ্যজনক ঘটনা।’ স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, এভাবে কম বয়সি স্কুল পড়ুয়াদের হাতে বাইক তুলে দেওয়াই কাল হচ্ছে। হেলমেটও পরে না অনেকে। তাঁর কথায়, বাইকের বেপরোয়া গতির বলি হতে হল এই ছাত্রকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।