উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কের ধারে চলছিল বিশ্বকর্মা পুজোর মেলা। সেই মেলার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি। দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে ২ জনের। আহত অন্তত ৮ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে মেছোগ্রামে (Mechogram)।
গতকাল রাতে মেলা শেষে দোকান বন্ধ করার আগে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন ব্যবসায়ীরা। সেইসময় জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মেলার ভিতরে ঢুকে যায় একটি লরি। লরিটি একাধিক দোকানে ধাক্কা দেয়। তাতে আহত হন অন্তত ১০ জন। তাঁদের তড়িঘড়ি পাঁশকুড়া সুপারস্পেশালিটি হাসপাতালে (Panskura Tremendous Speciality Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর চালক পলাতক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। তাঁর খোঁজ শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।