উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনদিন এগিয়ে এল তৃণমূল সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভার্চুয়াল বৈঠকের (Digital assembly) দিন। SIR বা ভোটার তালিকা সংশোধন ইস্যুতে আগামী ৮ অগাস্ট দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছিলেন অভিষেক। ক্যামাক স্ট্রিটের তরফে জানানো হয়েছে, ৮ অগাস্টের বদলে বৈঠক হবে আগামী ৫ অগাস্ট।
কোন কারণে এমন গুরুত্বপূর্ণ বৈঠকের দিন বদল করা হল? তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। অভিষেক কিংবা তৃণমূল শিবির (TMC) মুখে কুলুপ আঁটলেও দলের অন্দর থেকে উঠে এসেছে বেশ কিছু তথ্য। ৮ অগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা ঝাড়গ্রামে। সুতরাং জেলার একাধিক নেতা-কর্মী মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সফরের জন্য ব্যস্ত থাকবেন। ফলে অভিষেকের বৈঠকে যোগ দিতে পারবেন না। সে কারণে বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে। আবার একাংশ বলছেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR খুব তাড়াতাড়ি বাংলায় শুরু হবে। এ কথায় মাথায় রেখেই বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে। এছাড়াও সংসদে অধিবেশন চলছে। ফলে বহু সাংসদ ব্যস্ত রয়েছেন। সবটা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, SIR বা ভোটার তালিকা সংশোধন নিয়ে দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিতেই বৈঠক ডেকেছেন অভিষেক। সূত্রের খবর, ভোটার তালিকায় নাম বাদ গেলে কী করনীয়, তাই মূলত দলের কর্মীদের বোঝাতে চাইছেন ‘সেনাপতি’ অভিষেক।