উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় (Voter Listing) ‘ভুত’ নিয়ে সরব তৃণমূল শিবির। বৃহস্পতিবার সুব্রত বকশির নেতৃত্বে তৃণমূলের দলীয় অফিসে একপ্রস্থ মিটিং সেরেছেন জোড়াফুলের শীর্ষ নেতারা। সেই বৈঠকে হাজির ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানানো হয়েছিল, আগামী ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফের বদলে গেল বৈঠকের দিন! তৃণমূল সূত্রে খবর, আগামী ১৬ মার্চ জেলা ও চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন ‘সেনাপতি।’
বৈঠকের দিন একদিন পিছিয়ে যেতেই, দলের অন্দরে ফের শুরু হয়েছে জল্পনা। কারণ, এখনও পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কেন বদলে গেল বৈঠকের দিন? অভিষেক ঘনিষ্ঠরা বলছেন, ১৫ মার্চ দোল যাত্রা। প্রত্যেকেই ব্যস্ত থাকবেন নিজেদের মতো করে সময় কাটাতে। ওইদিন এমন এক গুরুতর বিষয় নিয়ে আলোচনা করা বৃথা। তাই একদিন পিছিয়ে রবিবার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারের বৈঠকে কী আলোচনা হয়েছিল, তার থেকেও অনেক বেশি কৌতূহলের জন্ম দিয়েছিল অভিষেকের ‘গরহাজির’ থাকা। ‘সেনাপতি’ কলকাতায় রয়েছেন, অথচ দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি নেই। যেখানে তিনিই হলেন মমতার (CM Mamata Banerjee) গড়ে দেওয়া কমিটির দু-নম্বর। সুব্রত বকশির পরই তাঁর নাম। যদিও নেতাজি ইন্ডোরের সমাবেশের পর মমতা এবং অভিষেকের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে প্রচুর মতামত উঠে এসেছে। কারো মতে, তাঁদের সম্পর্কের শৈত্য কেটেছে। আবার কেউ বলছেন, ‘ভুয়ো ভোটার’ ধরতে নেত্রী যে কোর কমিটি গঠন করেছেন, তাতে অভিষেক রয়েছেন দ্বিতীয়তে। তাঁকে আলাদা করে কোনও মর্যাদা দেওয়া হয়নি। সুতরাং কমিটির আর ৫ জনের মতো অভিষেকও একজন। অন্যদিকে, অভিষেকের অনুপস্থিতির আরও একটা কারণ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তা হল, তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়েছিলেন, ভোটার তালিকা সংক্রান্ত কাজ পরিচালিত হবে বাইপাসের লাগোয়া তৃণমূল ভবন থেকেই। কার্যত তিনি বুঝিয়ে দিয়েছিলেন, দলের কাজ দলের দপ্তর থেকেই হবে, ক্যামাক স্ট্রিট থেকে নয়। তবে তৃণমূল সূত্রে জানানো হয়েছিল, কোর কমিটির প্রথম বৈঠকে অভিষেক হাজির না হলেও, ১৫ তারিখে যে বৈঠক রয়েছে সেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠকের জন্য তাঁকে তৃণমূল ভবনে আসতে হবে না। বৈঠক হবে ভার্চুয়াল। এখন আবার দিন পরিবর্তন।