Abhishek Banerjee | তৃণমূল নেতা-জনপ্রতিনিধিদের সঙ্গে ৮ অগাস্ট বৈঠক অভিষেকের! কী বিষয়ে আলোচনার সম্ভাবনা?

Abhishek Banerjee | তৃণমূল নেতা-জনপ্রতিনিধিদের সঙ্গে ৮ অগাস্ট বৈঠক অভিষেকের! কী বিষয়ে আলোচনার সম্ভাবনা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের পর পশ্চিমবঙ্গে এবার শুরু হতে চলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর (SIR)। যার প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার এই আবহেই দলের সমস্ত নেতা, জনপ্রতিনিধিদের সঙ্গে (TMC leaders) বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ৮ অগাস্ট বিকেল ৪টা নাগাদ ভার্চুয়ালি ওই বৈঠকে (Digital Assembly) যোগ দেবেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, দলের সমস্ত সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা সভাপতি, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিরা ওই বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে তৃণমূল রাজ্য সভাপতি, সমস্ত শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে এই বৈঠকে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে ডাকা হয়েছে বলেও শোনা যাচ্ছে। প্রায় ৪ হাজারেরও বেশি নেতা এই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

চলতি বছর ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরে কর্মীসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভিন্ন নামে ভোটার কার্ড রয়েছে। সেই ভুয়ো ভোটার ধরতে দলীয় কর্মীদের সজাগ থাকার বার্তা দিয়েছিলেন তিনি। এনিয়ে সাংগঠনিক স্তরে কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। গত মার্চেও ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক।

এবারের বৈঠকে কী নিয়ে আলোচনা হতে চলেছে, তা নিয়ে দলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত সেই কাজের প্রক্রিয়া নিয়েই অভিষেক দলীয় কর্মীদের নির্দেশ দেবেন। সূত্রের খবর, এর পাশপাশি আগামী ৮ অগাস্টের বৈঠকে বুথ স্তরে প্রচারের নকশাও বলা হতে পারে। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের জন্য বিশেষ কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *