Abhishek Banerjee | কেন বাংলার বাজেট জনমুখী? তথ্য তুলে ধরে ব্যাখ্যা দিলেন অভিষেক

Abhishek Banerjee | কেন বাংলার বাজেট জনমুখী? তথ্য তুলে ধরে ব্যাখ্যা দিলেন অভিষেক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট ২০২৫ (West Bengal Finances 2025)। বাজেট নিয়ে গতকাল একটি শব্দও উচ্চারণ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বরং তাঁকে দেখা গেছে সেবাশ্রয় কেন্দ্রে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাজেট নিয়ে মুখ খুললেন ‘সেনাপতি।’ বিরোধী শিবিরকে একহাত নিয়ে তাঁর সাফ কথা, ‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকার জনমুখী, কেন্দ্রের মতো ভাঁওতাবাজি করে না।’

এদিন সাতগেছিয়ার সেবাশ্রয় কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রাজ্য বাজেটের তুলনা টেনে অভিষেক বলেন, ‘কেন্দ্র সরকারের বাজেট ভাঁওতা ছাড়া কিছু নয়। বলছে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে, বছরে কোনও ইনকাম ট্যাক্স লাগবে না। বছরে ১২ লক্ষ টাকা আয় মানে, মাসে তাঁর বেতন ১ লক্ষ টাকা। যে মাসে ১ লক্ষ টাকা আয় করে, তাঁকে তো জিনিসপত্র কিনতে হয়, তাঁকে চা খেতে দুধ-চিনি-চা পাতা সবই কিনতে হয়। জল ছাড়া সবেতেই জিএসটি। তাঁকে জিএসটি বাবদে ৯৮ হাজার টাকা দিতে হচ্ছে। আমি তো আমার ডেটা সোর্স লোকসভার স্পিকারের কাছে জমা দিয়েছি। এরপরও টোল ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স রয়েছে, সার্চ চার্জ রয়েছে। মুদ্রাস্ফিতি যেভাবে বাড়ছে, বছরে ৬ শতাংশ করে বাড়লে, তিন বছরে ১৮ শতাংশ। বাজেট পুরো ফাঁকা কলসির মতো। ফাঁকা কলসির আওয়াজ বেশি। বাংলার জন্য কী বরাদ্দ করেছে?’

তাঁর আরও সংযোজন, ‘বাংলার বাজেট দেখুন, পঞ্চায়েত, শিক্ষা-সহ প্রতিটি দপ্তর ধরে ধরে কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি, গঙ্গাসাগর সেতু, পথশ্রীর জন্য ১৫০০ কোটি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে চা বাগান, জঙ্গলমহলের জন্য ৭০০-৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এর থেকেই তো স্পষ্ট কারা কাজ করতে চায়, আর কারা ভাঁওতা দেয়।’

এদিকে রাজ্য বাজেট পেশের পর অভিষেকের মৌনতা নিয়ে অনেকে ধরণের জল্পনা শুরু হয়েছিল। সব জল্পনায় ইতি টেনে খোদ অভিষেক বলেন, কেন্দ্রের বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি কোনও প্রতিক্রিয়া দেইনি। ভালো করে পড়ে তবেই মন্তব্য করেছিলাম। রাজ্য বাজেট নিয়ে আগে থেকেই আমার জানা থাকলেও, আবারও সবটা বুঝে তবেই কথা বললাম। তাঁর এই মন্তব্য থেকে ওয়াকিবহালমহলের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠাণ্ডা লড়াই নিয়ে যে জল্পনা চলছে তা যে আসলে ঠিক নয়, সেটাই হয়তো পরোক্ষভাবে বোঝাতে চাইলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *