Abhishek Banerjee | ‘আমি মর্মাহত,’ সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙায় প্রতিক্রিয়া অভিষেকের

Abhishek Banerjee | ‘আমি মর্মাহত,’ সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙায় প্রতিক্রিয়া অভিষেকের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলাদেশে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পারিবারিক বাড়ি ভেঙে ফেলায় ফুঁসে উঠলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। এস্ক হ্যান্ডেলে লিখলেন দীর্ঘ পোস্ট।

বুধবার এক্স হ্যান্ডেলে (X-Publish) অভিষেক লেখেন, ‘অস্কারজয়ী চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় আমি মর্মাহত। এই শতাব্দীপ্রাচীন সম্পত্তিটি সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছিল, যিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অতুলনীয় ব্যক্তিত্ব। বাংলাদেশ সরকারের কাছেও আর্জি জানাই তাঁরা যেন ওই সম্পত্তি সংরক্ষণ করেন। বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বাড়িটি রক্ষা করার জন্য ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করুক ভারত সরকার।’

প্রসঙ্গত উল্লেখ্য, হরিকিশোর রায় ছিলেন বাংলাদেশের (Bangladesh) আইনজীবী। পরবর্তীকালে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন। পান ‘রায়চৌধুরী’ উপাধি। হরিকিশোর ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পালক পিতা। জীবনের অনেকটা সময় এই বাড়িতে কাটিয়েছেন উপন্দ্রেকিশোর। সেই স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে সেখানে বহুতল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেড়শো বছরের পুরোনো এই বাড়িতে ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ভবন হিসাবে ব্যবহার করা হত। কিন্তু নিরাপত্তার কারণে ২০০৭ সালে এই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় শিশু অ্যাকাডেমি। সম্প্রতি বাড়িটি ভেঙে বহুতল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই বাড়িটির অনেকাংশ ভেঙে ফেলা হয়েছে। এই বিষয়টি সামনে আসার পর তীব্র প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল রাতেই দিল্লির তরফে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করে বলা হয়, বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচন করা হোক এবং তা সংরক্ষণ ও পুনর্নির্মাণে অর্থসাহায্য করতে রাজি নয়াদিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *