উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষো চলছে গত বছর থেকেই। বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে কারণ হিসেবে উঠে এসেছিল বচ্চন পরিবারের অশান্তির খবর। মাঝে আবার অভিষেকের পরকীয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ঘিরে চলা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘দিনের শেষে আমি একটি সুখী পরিবারে ফিরে যাই। আমার স্ত্রী কখনই বাইরের আলোচনার প্রভাব পরিবারের উপর পড়তে দেন না।’ তিনি আরও বলেন, ‘এটা নিশ্চিত যে প্রথমে আমার মা (জয়া বচ্চন) এবং এখন আমার স্ত্রী (ঐশ্বর্য রাই বচ্চন), তাঁরা বাইরের জগৎকে কখনই পরিবারের ভেতরে আসতে দেন না।’
সোশ্যাল মিডিয়ায় চলা গুঞ্জন যে অভিষেককে প্রভাবিত করে না সেকথাই সাফ জানিয়ে তিনি বলেন, ‘আমি এই চলচ্চিত্র জগতে বড় হয়েছি, তাই আমিও জানি কোনটা গুরুত্ব সহকারে নিতে হবে এবং কোনটা গুরুত্ব সহকারে নিতে হবে না। সোশ্যাল মিডিয়ায় যা ঘটছে তা আমাকে প্রভাবিত করে না।’
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য। তবে তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের সূত্রপাত হয় গত বছর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে। কারণ সেবার বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্যকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি আলাদাভাবে এসেছিলেন। এমনকি আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের কোনও সদস্যকে দেখা যায়নি। যার ফলে গুঞ্জনও আরও বেড়েছিল। যদিও পরবর্তীতে আবার অন্য একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্যকে। তারপর কান চলচ্চিত্র উৎসবেও ঐশ্বর্যর শাড়ির সঙ্গে নজর কেড়েছিল তাঁর মাথাভর্তি সিঁদুর। যার মাধ্যমেই বিচ্ছেদের জল্পনায় কার্যত জল ঢেলেছিলেন অভিনেত্রী। এবার বিষয়টা স্পষ্ট করলেন অভিষেকও।