Abhijit Gangopadhyay | হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে  

Abhijit Gangopadhyay | হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ (BJP MP) তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি (Former Calcutta HC Choose) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সংকটমুক্ত হননি তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে (ICU) চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন বিচারপতি।

সূত্রের খবর, শনিবার রাতে তলপেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে সাংসদের। সেই সঙ্গে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসের সংক্রমণও রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণেই তাঁর পেটে ব্যথা এবং বমি হচ্ছিল বলে ধারণা। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সংকট এখনও কাটেনি। অভিজিতের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাতে ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, ফুসফুস এবং শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ, হৃদ‌রোগ বিশেষজ্ঞ এবং জিআই সার্জনরা রয়েছেন। ইতিমধ্যেই তাঁর কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *