উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার ২১ জুলাইয়ের সমাবেশে (21 July TMC Martyr’s Day) যোগ দিতে দলে দলে ধর্মতলামুখী তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা। সকাল থেকে শুরু হয়েছে তৎপরতা। রাস্তাঘাটে বাড়ছে ভিড়। প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। রাস্তায় থাকছে প্রায় সাড়ে চার হাজার পুলিশ। শহরে ত্রিস্তুরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। মঞ্চ এবং সংলগ্ন চত্বরজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।
পুলিশ সূত্রে খবর, মূল মঞ্চ ভিভিআইপি জোনের মধ্যে থাকবে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। এছাড়া ৩০ জন ডিসি পদমর্যাদার অফিসাররা থাকছেন। ৭০ জন এসি, ১৫০ জন ইনস্পেক্টর থাকছেন ধর্মতলা চত্বর জুড়ে। রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসছেন। অনেকেই চলে এসেছেন রবিবার।
একুশের সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে। বিশেষ করে আগামী বছর বিধানসভা ভোটের আগে তাঁরা দলের উদ্দেশে কোনও দিশা নির্ধারণ করে দেন কিনা, সেদিকেই নজর রয়েছে সবার। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ জানিয়ে গত বুধবারই কলকাতার রাজপথে মিছিল করেছেন মমতা-অভিষেক। মমতা স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলা ও বাঙালির বিরুদ্ধে চক্রান্ত হলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। সুতরাং, বিধানসভা নির্বাচনে জিততে লক্ষ্য পূরণের ক্ষেত্রে বাঙালি অস্মিতাই তৃণমূলের অস্ত্র হতে চলেছে কিনা, সে নিয়েই জোর চর্চা এখন রাজনৈতিক মহলে।