কর ফাঁকির অভিযোগ, ব্রাজিল কোচ অ্যান্সেলোত্তিকে এক বছরের কারাদণ্ড স্পেনের আদালতের
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-রোনাল্ডোর পর এবার কার্লে অ্যান্সেলোত্তি। ব্রাজিল কোচকে কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত করল স্পেনের একটি আদালত। ইটালিয় কোচকে এক বছরের কারাদণ্ডের সাজাও শোনানো হয়েছে। যদিও শেষ পর্যন্ত জেল যেতে হবে না অ্যান্সেলোত্তিকে। জরিমানা দিয়েই মুক্তি পেতে পারেন তিনি। ২০১৩-২০১৫ এবং ২০২১-২০২৫ দুদফায় প্রায় ৭ বছর রিয়ালের কোচ ছিলেন অ্যান্সেলোত্তি। স্পেনের সরকারি […]
আরও পড়ুন