এক্ষুনি কোনও পদক্ষেপ নয়, তবে… শশী থারুরকে নিয়ে ঠিক কী ভাবছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের মধ্যেই কোণঠাসা শশী থারুর। মার্কিন মুলুকে অপারেশন সিঁদুরের জয়গান গেয়ে পবন খেরা, উদিত রাজ, জয়রাম রমেশের মতো নেতাদের খোঁচার মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও শশী বুঝিয়ে দিয়েছেন এসবে গুরুত্ব দিতে নারাজ তিনি। কিন্তু প্রশ্ন উঠছিল, তাহলে কি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাত শিবির? দলের হাই কমান্ড কী ভাবছে তাঁর সম্পর্কে। […]
আরও পড়ুন