পঁয়ষট্টিতেও অক্লান্ত সিপিএমের বইওয়ালা, পার্টির দুঃসময়েও মানুষের দরবারে ‘দূত’ সুভাষ
স্টাফ রিপোর্টার: সিপিএমের বইওয়ালা বলেই তাঁকে সকলে চেনে। আলিমুদ্দিনেও তাঁর অবাধ যাতায়াত। পার্টির বই থেকে রাজনৈতিক দলিল সবই থাকে তাঁর ঝোলায়। সেই সুভাষচন্দ্র লাহিড়ী পার্টির দুঃসময়েও বই বিক্রি করে চলেছেন। বাংলা থেকে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওযার পর সিপিএমের বই বিক্রি পড়েছে। তবুও পার্টির বই তিনি নিষ্ঠাসহকারে পৌঁছে দিচ্ছেন দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের […]
আরও পড়ুন