Harishchandrapur | তোরণ খুলতেই শুরু রাজনৈতিক তর্জা!
হরিশ্চন্দ্রপুর: উত্তরবঙ্গ সংবাদ-এর খবরের জেরে অবশেষে বাঁশের তৈরি বিজ্ঞাপনের তোরণ খুলল হরিশ্চন্দ্রপুর পুলিশ। অপরদিকে, এই গেট খুলে ফেলার কারণে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। থানার অদূরে থাকা এই তোরণে সিপিএমের আসন্ন এপ্রিলে ব্রিগেড সমাবেশের বিজ্ঞাপন লাগানো ছিল। প্রশাসন গেট খুলে নেওয়ার পরে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌসের অভিযোগ, ‘ওই তোরণে সিপিএমের কর্মসূচির পোস্টার লাগানো […]
আরও পড়ুন