৪৬ বছরের রেকর্ড ভাঙলেন গিলরা, ওভাল টেস্টের মধ্যেই ‘রানের পাহাড়ে’ ভারত

৪৬ বছরের রেকর্ড ভাঙলেন গিলরা, ওভাল টেস্টের মধ্যেই ‘রানের পাহাড়ে’ ভারত

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্ট এখনও শেষ হয়নি। ফলাফল কী হবে, তা তো সময়ই বলবে। কিন্তু সেই টেস্টে নজির গড়ে ফেলল শুভমান গিলের টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ‘রানের পাহাড়ে’ উঠল ভারত। অর্থাৎ, এখনও পর্যন্ত ভারত যত টেস্ট সিরিজ খেলেছে, তার মধ্যে এই সিরিজেই সবচেয়ে বেশি রান করেছে। তবে মাত্র ৫৬ রানের জন্য ব্র্যাডম্যানকে ছোঁয়া হল না অধিনায়ক শুভমান গিলের। 

চলতি সিরিজে ভারতের রানের তালিকা- ৪৭১, ৩৬৪, ৫৮৭, ৪২৭/৬ ডিক্লেয়ার, ৩৮৭, ১৭০, ৩৫৮, ৪২৫/৪, ২২৪ এবং ৩০৪/৬ (তৃতীয় দিনে টি পর্যন্ত)। অর্থাৎ সেই সময় পর্যন্ত ভারত করেছে ৩৭১৭ রান। যা কোনও টেস্ট সিরিজে ভারতের সর্বোচ্চ রান। এর আগে ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত করেছিল ৩২৭০ রান। তবে সেটা ছিল ৬ টেস্টে। আর ইংল্যান্ডে মাত্র ৫ টেস্টেই সেই ‘রানের পাহাড়’ টপকে গেলেন গিলরা।

ওভালে দ্বিতীয় ইনিংসে রান পাননি অধিনায়ক শুভমান গিল। মাত্র ১১ রানে আউট হন তিনি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২১ রান। সব মিলিয়ে সিরিজে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৭৫.৪০। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। একটি টেস্ট সর্বোচ্চ রানের নিরিখে ভারতীয় অধিনায়কদের মধ্যে প্রথম স্থানে আছেন গিল। দ্বিতীয় স্থানে সুনীল গাভাসকর। ১৯৭০-৭১ সালে তিনি ৭৭৩ রান করেছিলেন। তবে এই তালিকায় সবার উপরে ডন ব্র্যাডম্যান। ১৯৩৬-৩৭ সালে কিংবদন্তি ক্রিকেটার ৮১০ রান করেছিলেন। অর্থাৎ মাত্র ৫৬ রানের জন্য গিল বিশ্বরেকর্ড করতে পারলেন না। 

ভারতীয় দলের রেকর্ড:

৩৭১৭* রান – ইংল্যান্ডে ভারত – ২০২৫ – (৫টি ম্যাচ/ তৃতীয় দিনে টি পর্যন্ত)
৩২৭০ রান – ভারতে ওয়েস্ট ইন্ডিজ – ১৯৭৮-৭৯ – (৬ ম্যাচ)
৩২৩০ রান – ভারতে ইংল্যান্ড – ২০১৬-১৭ – (৫ ম্যাচ)
৩১৪০ রান – ভারতে ইংল্যান্ড – ২০২৩-২৪ – (৫ ম্যাচ)
৩১১৯ রান – ভারতে ইংল্যান্ড – ১৯৬৩-৬৪ – (৫ ম্যাচ)

গিলের অধরা রেকর্ড:

৮১০ রান – ডন ব্র্যাডম্যান বনাম ইংল্যান্ড, ১৯৩৬-৩৭
৭৫৪ রান – শুভমান গিল বনাম ইংল্যান্ড, ২০২৫
৭৫২ রান – গ্রাহাম গুচ বনাম ভারত, ১৯৯০
৭৩২ রান – সুনীল গাভাসকর বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৮-৭৯
৭৩২ রান – ডেভিড গাওয়ার বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৫



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *