সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের যুদ্ধে আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তাই এবার মাঠের বাইরে ভারতের বিরুদ্ধে ক্রিকেটীয় যুদ্ধ শুরু করলেন সলমন আলি আঘারা। রবিবার ভারত-পাক ম্যাচ শেষে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। সেই আচরণের বিরুদ্ধে এবার আইসিসির দ্বারস্থ হচ্ছে পিসিবি। জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে তারা অভিযোগ জানিয়েছে। উল্লেখ্য, বর্তমানে এসিসি চেয়ারম্যান পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি।
রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পালিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। ম্যাচ রেফারির নির্দেশেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি।’
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]