‘২০২৬-এ বাংলা ও তামিলনাড়ুতে ক্ষমতায় আসবে বিজেপি’, শাহের দাবি ওড়াল তৃণমূল-ডিএমকে

‘২০২৬-এ বাংলা ও তামিলনাড়ুতে ক্ষমতায় আসবে বিজেপি’, শাহের দাবি ওড়াল তৃণমূল-ডিএমকে

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালে তামিলনাড়ু ও বাংলা দখলের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা ও তামিলনাড়ু দুই রাজ্যেই আগামী বছরে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বাংলার মাটিতে ভোটপ্রচার শুরু করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর কলকাতার নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন শাহ। রবিবার তামিলনাড়ুর মাটিতে দাঁড়িয়ে ফের বাংলা ও তামিলনাড়ু দখলের হুঁশিয়ারি দিলেন তিনি।

রবিবার মাদুরাইয়ে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি অমিত শাহ। সেখানে তিনি বলেন, “তামিলনাড়ুর মানুষ দুর্নীতিগ্রস্ত ডিএমকে সরকারকে উৎখাত করার জন্য অপেক্ষা করছে। ২০২৬ সালে তামিলনাড়ু এবং বাংলায় বিজেপির শাসন নিশ্চিত।” উল্লেখ্য, বঙ্গ সফরে আলিপুরদুয়ারে সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন মোদিও।

শাহের দাবি ফুৎকার উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “এগুলো দিবাস্বপ্ন। এই কথাগুলো উনি ২০২১ সাল থেকে বলে যাচ্ছেন। উনি একবার করে বিজেপি কর্মীদের এরকম প্রতিশ্রুতি দিয়ে যান। তার পরে গোহারা হারেন।” যোগ করেন, “তামিলনাড়ুতে শুধু এটুকু বললেন কেন? জিতবেন বলে দাবি করেও ২০২১ সালে পশ্চিমবঙ্গে গোহারা হেরেছিলেন, সে কথাও তো বলা উচিত ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যে এখানে গোহারা হেরেছেন, সে কথাও ওখানে গিয়ে বলা উচিত ছিল।”

মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সরকারকে বিঁধে শাহ রবিবার বলেন, “এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতির দশ শতাংশও পূরণ করেনি। অবৈধ মদের কারণে মৃত্যু থেকে শুরু করে সরকারি সংস্থা তাসম্যাকের ৩৯ হাজার কোটি টাকার কেলেঙ্কারি, ডিএমকে একটি ১০০ শতাংশ ব্যর্থ সরকার।” পালটা কটাক্ষ করেছে ডিএমকে। দলের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লা বলেন, “আমেরিকাতেও সরকার গড়ার কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে বিজেপির। কিন্তু তামিলনাড়ুতে কোনও সম্ভাবনাই নেই।” ৩৯০০০ কোটি টাকার কেলেঙ্কারির নিয়ে বিজেপি কল্পরাজ্যে বাস করছে বলেও কটাক্ষ করেন হাফিজুল্লা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *