১ আগস্ট থেকে আন্তর্জাতিক উড়ান চালু করছে এয়ার ইন্ডিয়া, পুরোদমে পরিষেবা কবে?

১ আগস্ট থেকে আন্তর্জাতিক উড়ান চালু করছে এয়ার ইন্ডিয়া, পুরোদমে পরিষেবা কবে?

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসক পড়ুয়াদের আবাসনে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের প্রাথমিক রিপোর্ট নিয়ে বিতর্কের মাঝেই আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার কথা ঘোষণা করল সংস্থা। বুধবার এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানান হল, দুর্ঘটনার পর বেশি কয়েকটি আন্তর্জাতিক উড়ান সাময়িক বাতিল করা হয়েছিল। ১ আগস্ট থেকে আংশিকভাবে সেগুলো চালু করা হবে। তারপর ধাপেধাপে উড়ানের সংখ্যা বাড়ানো হবে।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর স্থগিত হওয়া একাধিক আন্তর্জাতিক রুটে ফের পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে বুধবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ১ অগস্ট থেকে আংশিকভাবে চালু হবে বেশ কয়েকটি রুটে বিমান পরিষেবা। আর ২০২৫ সালের ১ অক্টোবর থেকে পুরোদমে সব রুটে বিমান চলাচল করবে।

সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে জানান হয়েছে, ‘আগস্ট থেকে সীমিত সংখ্যক ফ্লাইট ফের চালু হবে। আর অক্টোবর থেকে সম্পূর্ণভাবে সব রুটে ফেরানো হবে পরিষেবা। এই সময়ে এয়ার ইন্ডিয়া অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার জন্য তাদের বোয়িং ৭৮৭ বিমানগুলিকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে। একই সঙ্গে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিক বন্ধ থাকায় দীর্ঘতর রুটে উড়ান পরিচালনারও ব্যবস্থা করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই সংস্থা। সংস্থার বিবৃতি অনুযায়ী, ১ অগস্ট থেকে পরিষেবা ফের চালু হলে ওইদিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিছু রুটে পরিষেবা কম থাকবে। যেমন, আহমেদাবাদ থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরে প্রতি সপ্তাহে ৩টি ফ্লাইট চালানো হবে, যেখানে আগে গ্যাটউইক বিমানবন্দরে ৫টি ফ্লাইট যেত। এছাড়া দিল্লি-হিথরো রুটে ২৪টি সাপ্তাহিক ফ্লাইট, যা আগে কমিয়ে দেওয়া হয়েছিল। তা ১৬ জুলাই থেকে আবার আগের মতো চালু করা হয়েছে। দিল্লি থেকে সুইৎজারল্যান্ডের জুরিখেও ১ অগস্ট থেকে ৪টি নয়, সপ্তাহে ৫টি ফ্লাইট চলবে। তবে উত্তর আমেরিকার ওয়াশিংটন, শিকাগো, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, টরেন্টো এবং ভ্যাঙ্কুভার রুটে কিছুটা কম সংখ্যক ফ্লাইট চলবে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি রুটে সাপ্তাহিক সাতটি ফ্লাইটের পরিবর্তে পাঁচটি ফ্লাইট চালানো হবে আপাতত।

এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, ‘১ অগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে রুটে পরিষেবাগুলি আগে চালু করার পরিকল্পনা ছিল, সেগুলির কিছু বাদ পড়বে। কারণ, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময় পর্যন্ত কিছু ফ্লাইট বাতিল রাখা হয়েছে।’ এক্ষেত্রে যাদের যাত্রা বাতিল হয়েছে, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। বিকল্প ফ্লাইটে বুকিং বা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা দিচ্ছে সংস্থা। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *