১৩০টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা! ভারতকে হুমকি পাক মন্ত্রীর

১৩০টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা! ভারতকে হুমকি পাক মন্ত্রীর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র তাক করা রয়েছে ভারতেরই দিকে। এমনই হুঙ্কার দিতে দেখা গেল পাক মন্ত্রী হানিফ আব্বাসিকে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটককে হত্যার পর যে সাত দফা কূটনৈতিক ‘প্রত্যাঘাত’ করেছে ভারত, তার অন্যতম হল সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা। আর সেই প্রসঙ্গেই এমন হুমকি দিচ্ছে পাকিস্তান। হানিফের দাবি, ভারত যদি সিন্ধুর জল পাকিস্তানকে না দেয় তাহলে এক পুরোদস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। এবং খেয়াল রাখুক পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র কেবল ভারতেরই দিকে তাক করা। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, এই অস্ত্রগুলি প্রকাশ্যে প্রদর্শিত করা নেই। গোপন ডেরায় সেগুলি বসানো রয়েছে। এবং যখন তখন আঘাত হানতে পারে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *