সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে দক্ষিণের রাজ্যগুলির সঙ্গে চূড়ান্ত ভাষাদ্বন্দ্ব হিন্দি বলয়ের। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দাবি করলেন, হিন্দি চাপিয়ে দিতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের পোস্টে জানান, ভাষা রাজনীতির জেরে গত ১০০ বছরে উত্তর ভারতের পঁচিশটি ভাষার অপমৃত্যু হয়েছে। যদিও স্ট্যালিনের দাবি মানছে না বিজেপি। কিন্তু হিন্দির অপশাসনের কথা কেন বলছেন স্ট্য়ালিন?
স্ট্যালিন বলেন, “হিন্দির একচেটিয়া শাসনে বহু প্রাচীন ভাষার মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহার হিন্দি বলয় ছিল না আদৌ। এখানকার আসল ভাষাগুলি আজ অতীতের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।” বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের একটি পোস্টে কেন্দ্রকে একহাত নেন স্ট্যালিন। তিনি অভিযোগ করেন, “দক্ষিণের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়েছে।”
অন্যান্য রাজ্যের মানুষদের উদ্দেশে স্ট্যালিনের পোস্ট—“কখনও বিস্মিত হয়েছেন জেনে যে কতগুলো ভারতীয় ভাষাকে গিলে ফেলেছে হিন্দি? ভোজপুরি, মারাঠি, আওধি, ব্রজ, বুন্দেলি, গরহাওয়ালি, কুমায়নী, মাগাহি, মারওয়ারি, মালভী, ছত্তিশগড়ি, সাঁওতালি, অঙ্গিকা, হো, খারিয়া, খোরথা, কুরমালি, কুরুখ, মুন্ডারি-সহ আরও বহু ভাষা অস্তিত্ব রক্ষায় লড়াই চালাচ্ছে।” এখানেই না থেমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশ এবং বিহার হিন্দি বলয় ছিল না। আসল ভাষাগুলি আজ অতীতের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যদিও স্ট্য়ালিনের এই দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, তামিলনাড়ুতে হিন্দি বিরোধী আগুনের মাঝেই বড় পদক্ষেপ করেছে তেলেঙ্গানা। বুধবার তেলেঙ্গানার কংগ্রেস সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে তেলেগু ভাষা। সিবিএসই, আইসিএসই, আইবি ও তেলেঙ্গানার অন্য সমস্ত স্কুল বোর্ডকে মানতে হবে এই নিয়ম। সব মিলিয়ে হিন্দি ভার্সেস দক্ষিণের রাজ্যগুলির ভাষাদ্বন্দ্ব চরমে পৌঁছেছে।