পেসমেকারের নানা পরিবর্তন এসেছে। বর্তমানে আধুনিক তারযুক্ত পেসমেকার লাগালে পরবর্তীকালে হার্টফেলের ঝুঁকি শূন্য। এই নতুন ধরনের যন্ত্রটির নানা সুবিধার কথা জানাচ্ছেন সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. জয় সান্যাল।
পেসমেকারই একমাত্র আস্থা। যা হার্টের ডানদিকের প্রকোষ্ঠে (রাইট ভেন্ট্রিকেলস) বসানো হয়। সাধারণত হৃদস্পন্দন জনিত সমস্যা প্রতিহত করতে পেসমেকারই একমাত্র আস্থা। যা হার্টের ডানদিকের প্রকোষ্ঠে (রাইট ভেন্ট্রিকেলস) বসানো হয়। তবে প্রাথমিকভাবে পেসমেকার সুরাহা দিলেও দেখা যায় বেশ কয়েক বছর পর রোগীর সমস্যা হচ্ছে। এটা খুব সাধারণ একটা সমস্যা। রোগীরা আবার ফিরে আসে শ্বাসকষ্ট নিয়ে।
কেন এমন হয়?
আসলে হার্টের ডানদিক ও বাঁদিকের প্রকোষ্ঠ একসঙ্গে সংকোচন-প্রসারণ করে। কিন্তু দেখা যায় পেসমেকার বসানোর পর এই দুদিকের প্রকোষ্ঠের সংকোচন-প্রসারণ একসঙ্গে হয় না। ফলে পরবর্তীকালে ধীরে ধীরে হার্ট ফেলিওরের প্রবণতা প্রকাশ পায়।
তাহলে সমাধান?
বর্তমানে নতুন টেকনোলজিতে এই সমস্যা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ পেসমেকার দ্বারা সৃষ্ট হার্ট ফেলিওর এখন রোধ করা যাচ্ছে। এই নয়া পদ্ধতির পেসমেকারের নাম- কন্ডাকশন স্পেশিং পেসমেকার (CSP)।
চলতি পেসমেকারের চেয়ে এর তফাত কী?
সাধারণত পেসমেকারের উপরে ও নিচে তার থাকে। এই যন্ত্র বসিয়ে তার জুড়ে হার্টে তড়িৎ প্রবাহ পাঠাতে হয়। কিন্তু এই নতুন কন্ডাকশন সিস্টেম পেসমেকারের ক্ষেত্রে গেম চেঞ্জার এই তারটিই।
কী ফারাক?
সিএসপি-তে এমন তার দেওয়া থাকে, যা সরাসরি খুব নির্দিষ্ঠভাবে হার্টের যে অংশের তড়িৎপ্রবাহ অকেজ হয়ে গেছে সেখানেই কাজ করে। অর্থাৎ হার্টের কন্ডাকশন সিস্টেমে নির্দিষ্ট করে কাজ করে। তাই পরবর্তীকালে সমস্যা ফিরে আসে না। রোগী অনেক বছর ভালো থাকেন। CSP হার্টের নির্দিষ্ট একটি অংশে, যেটিকে ‘বাম বান্ডেল এলাকা’ বলা হয়, সেখানে পেসিং করে, যার ফলে বিদ্যুৎ পরিবহণ আরও সমন্বিতভাবে ঘটে। এর ফলে শুধু ডান ভেন্ট্রিকলে পেসিং করার ফলে যে অসামঞ্জস্যপূর্ণ পরিবহণ হয়, তা এড়ানো যায়।
কাদের জন্য ভালো?
সাধারণত যাঁদের খুব কম বয়সে পেসমেকার বসাতে লাগছে তাঁদের ক্ষেত্রে এই উন্নতমানের পেসমেকারই সবচেয়ে ভালো। এতে পরবর্তী জীবনে সমস্যা আর ফিরে আসে না। যাঁদের অনেক পরিশ্রম করে কাজ করতে হয়, বয়সও খুব বেশি নয় তাঁরা এই পেসমেকার লাগালে ভালো থাকবেন। যাঁরা কমপ্লিট হার্ট ব্লক নিয়ে চিকিৎসা করাতে আসেন তাঁদের পুরোপুরি সুস্থ হতে CSP বেশি ভালো। এই আধুনিক যন্ত্র পুরুষ-মহিলা সকলের শরীরেই খুব ভালো কাজ করে।
সুবিধা অনেক
পেসমেকার লাগানোর ক্ষেত্রে দেখতে হবে কোন পেসমেকার লাগালে ভালো থাকা যায় ও পরবর্তীকালে রিস্ক নেই অন্য সমস্যার। সেক্ষেত্রে প্রথমেই আসে সিএসপি পেসমেকার। আর এই উন্নত পেসমেকারে খরচও সাধ্যের মধ্যে। পেসমেকার লাগানোর পর প্রথম দু’মাস সাবধানে থাকতে হবে। তাহলেই আর কোনও জটিলতা হওয়ার জায়গা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন