সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিশিকারিদের ক্যামেরার সামনে পড়ে তারকাদের অপ্রস্তুত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এবার এই ঘটনার শিকার আমির খানের জীবনের বিশেষ মানুষ গৌরী স্প্রাট। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়ে রীতিমতো চটে লাল হন তিনি।
বুধবার, বান্দ্রায় নিজের বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন গৌরী। আর সেই সময়েই তাঁর ছবি তোলার জন্য হঠাৎই হুড়োহুড়ি পড়ে যায়। আর আত্তেই মেজাজ হারান আমিরের বিশেষ বান্ধবী। অত্যন্ত সাদামাটাভাবে এদিন বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। সাদা টি-শার্ট, লুজ ফিট প্যান্ট, ক্রস বডি ব্যাগ নিয়ে হাঁটতে বেরতেই বিপত্তি। বারবার অনুরোধ সত্বেও পাপারাজ্জিরা তাঁর কথা শোনেন না। আর তখনই মেজাজ হারান গৌরী। বলেন, “দয়া করে আমার ছবি তুলবেন না। আমাকে যেতে দিন।” সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
View this submit on Instagram
গৌরীর এই ভিডিও ভাইরাল হতেই মিলেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন, ‘আপনি তো আমির খানের বান্ধবি, আপনার ছবি তোলার এত কি দরকার বুঝি না।, কেউ আবার বলেছেন, ‘এখন আপনি একজন তারকার সমান। আপনাকে সেই ভাবেই মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে।’, আবার কেউ কেউ বলেছেন ব্যক্তিগত পরিসরে বারবার ছবিশিকারিদের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, আমিরের ‘সিতারে জমিন পর’ ছবির প্রিমিয়ারেই গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে আগামিতে দু’জনের বিয়ের কোনও পরিকল্পনা রয়েছে কিনা তা নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।