সেমিফাইনালেই অজিদের মুখোমুখি ভারত? কী বলছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের অঙ্ক?

সেমিফাইনালেই অজিদের মুখোমুখি ভারত? কী বলছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের অঙ্ক?

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। কিন্তু শেষ চারের লড়াইয়ে রোহিত শর্মাদের প্রতিপক্ষ কে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। কারণ গ্রুপ বি থেকে কোন দুই দল সেমিফাইনালে উঠবে, তারপর বোঝা যাবে সেমিতে ভারতের প্রতিপক্ষ কে হতে চলেছে। তবে সেক্ষেত্রে ভারতের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

গ্রুপ ‘এ’ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। আগামী রবিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কিন্তু সেই ম্যাচের গুরুত্ব রয়েছে। কারণ ওই ম্যাচে যে জিতবে, সে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে। আপাতত ভারতের থেকে নেট রানরেটে এগিয়ে রয়েছে কিউয়িরা। তাই পয়েন্ট টেবিলেও সকলের উপরে রয়েছে মিচেল স্যান্টনারের দল।

কিন্তু গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালের দৌড়ে রয়েছে তিনটি দল। ছিটকে গিয়েছে ইংল্যান্ড। পয়েন্ট টেবিলের প্রথম দুটি স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ তিন পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের ঝুলিতে দুই পয়েন্ট রয়েছে। এহেন পরিস্থিতিতে শুক্রবারের ম্যাচ কার্যত নকআউট। আফগানিস্তান জিততে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তবে আফগানদের বিরুদ্ধে অজিরা হারলে একটা ক্ষীণ সুযোগ থাকবে। তখন তারা চাইবে গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড বড় ব্যবধানে হারাক দক্ষিণ আফ্রিকাকে।

আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতলে সেমিফাইনালে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ তখন তাদের কাছে স্রেফ নিয়মরক্ষার। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, গ্রুপ ‘এ’র প্রথম দল খেলবে গ্রুপ ‘বি’র দ্বিতীয় দলের বিরুদ্ধে। ভারত যদি নিউজিল্যান্ডকে হারায়, এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতে যায় তাহলে সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। কিন্তু আফগানিস্তান জিতলে শেষ চারে রোহিতদের প্রতিপক্ষ হতে পারেন রশিদরা। তবে ভারত হারলে সেমিফাইনালে খেলতে হতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *