সূর্যকে নকল, সিঁদুরে ক্ষতিগ্রস্তদের ম্যাচ ফি উৎসর্গ পাক অধিনায়কের! বললেন, ‘ক্রিকেটকে অপমান করছে ভারত’

সূর্যকে নকল, সিঁদুরে ক্ষতিগ্রস্তদের ম্যাচ ফি উৎসর্গ পাক অধিনায়কের! বললেন, ‘ক্রিকেটকে অপমান করছে ভারত’

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু পাকিস্তানকে নয়, গোটা ক্রিকেট খেলাটাকেই অপমান করছে ভারত! ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে ভারতের ট্রফি বয়কট নিয়ে একপ্রকার আর্তনাদ শুনিয়ে গেলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। শুধু তাই নয়, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে অনুকরণ করে আঘাও নিজের ম্যাচ ফি উৎসর্গ করে গেলেন অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্তদের।

চলতি এশিয়া কাপে ভারতের কাছে তিনবার হেরেছে পাকিস্তান। আঘার নিজের ফর্মও বিশ্রী। সেসব আড়াল করতে তিনি নিশানা করলেন ভারতের ট্রফি বয়কট করার সিদ্ধান্তকে। পাক অধিনায়ক বলছেন, “ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। এটা আসলে শুধু আমাদের অপমান নয়, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে সূর্যকুমার যাদবরা।” পাক অধিনায়কের প্রশ্ন, “এসব দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? এর শেষ কোথায় হবে? এসব দেখে ছোট ছোট ছেলে মেয়েরা কী শিখবে? যা হয়েছে খুব খারাপ হয়েছে।”

ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নকভি অবশ্য এদিন পুরস্কার বিতরণী মঞ্চ ‘আলো’ করে দাঁড়িয়ে ছিলেন। অদ্ভুতভাবে নকভির বদলে আর কোনও এসিসি কর্তাকে দিয়ে ট্রফি দেওয়ার কথা ভাবাই হল না। ট্রফি না পেয়ে সূর্যকুমাররা ট্রফি ছাড়াই সেলিব্রেট করলেন সেভাবে, যেমনটা রোহিত শর্মা করেছিলেন ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতে। যদিও হাতে ট্রফি ছিল না।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন এশিয়া কাপ থেকে পাওয়া সব ম্যাচ ফি সেনাকে উৎসর্গ করেছেন। সেই পথ ধরেই আঘা নিজের ম্যাচ ফি উৎসর্গ করেছেন অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্তদের। তিনি জানিয়েছেন, “পাক দল এশিয়া কাপ থেকে পাওয়া ম্যাচ ফি অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্ত ‘সাধারণ নাগরিক এবং শিশু’দের উৎসর্গ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *